নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে শপথ নিয়ে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়লেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ করান নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল।

কার্কির শপথ গ্রহণের পরই ২০২৬ সালের ৫ মার্চ সাধারণ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত হয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জেন-জি আন্দোলনকারীদের প্রতিনিধিত্বকারী তরুণ প্রজন্ম, রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল এবং সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনায় ঐকমত্যের ভিত্তিতে কার্কিকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রেসিডেন্টের কার্যালয় আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে।

সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, সততা, ন্যায়বিচার ও নিরপেক্ষতার জন্য তিনি পরিচিত। বিচারপতি থাকাকালে ক্ষমতাসীন মন্ত্রীকে জেলে পাঠানো থেকে শুরু করে সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতেও পিছপা হননি তিনি।

জেন-জি আন্দোলনের মধ্য দিয়ে পতন ঘটে কেপি শর্মা ওলি সরকারের। ওই তরুণ প্রজন্মের মধ্যেও কার্কির জনপ্রিয়তা রয়েছে। তবে এবার তার সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে—অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন আয়োজনের গুরুদায়িত্ব সামলানো।