দেশের মাটিতে পা রাখার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ড. ইউনূসের স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন তারেক রহমান।

প্রধান উপদেষ্টাকে বিএনপি নেতা বলেন, ‘আপনি আমার জন্য দোয়া করবেন। আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নিরাপত্তার জন্য আপনারা বিভিন্ন রকম আয়োজন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।’