বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গাজা ফ্লোটিলায় যোগ দেওয়ায় বিশিষ্ট ফটোসাংবাদিক ও মানবাধিকার কর্মী শহিদুল আলমকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেছেন, শহিদুল আলমের এই পদক্ষেপ নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থানকে বিশ্ব দরবারে তুলে ধরেছে।
শনিবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমান লিখেছেন, “বাংলাদেশের পতাকা বয়ে নিয়ে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিচ্ছেন—বাংলাদেশের মানুষ কখনও অন্যায়ের কাছে মাথা নত করে না।”
তিনি আরও বলেন, “শহিদুল আলমের এই পদক্ষেপ কেবল সংহতির প্রকাশ নয়, এটি এক ‘বিবেকের গর্জন’। বিএনপি তার পাশে আছে, যেমনটি সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে থেকেছে—আজও, ভবিষ্যতেও।”
সম্প্রতি শহিদুল আলম ‘গ্লোবাল সমুদ ফ্লোটিলা’ বা গাজা ফ্লোটিলায় যোগ দিয়েছেন। এই উদ্যোগটি আন্তর্জাতিক নাগরিক সমাজের একটি প্রচেষ্টা, যার লক্ষ্য ইসরায়েলের গাজা অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।
ফ্লোটিলায় অংশ নিয়েছেন বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী, চিকিৎসক, সাংবাদিক ও স্বেচ্ছাসেবকরা।
শহিদুল আলম সেখান থেকে জানিয়েছেন, এই যাত্রা শুধু ত্রাণ পাঠানোর নয়, বরং ফিলিস্তিনের জনগণের দুর্দশা বিশ্বকে জানানোর এক মানবিক প্রচেষ্টা।
পূর্বের পোস্ট :