চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা প্রচার-প্রচারণার পর্বে ইতি টেনেছেন। সোমবার মধ্যরাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, ঝুপড়ি, ক্যাম্পাসের রেলস্টেশন, বিভাগ ও হলগুলো ছিল নির্বাচনী প্রচারে সরগরম।মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ১৮ দিনের প্রচারণা সোমবার রাত ১২টায় শেষ হয়। এদিন ছিল নির্বাচনী প্রচারের শেষদিন। বিভিন্ন সংগঠন ও প্যানেলের প্রার্থীরা সাংগঠনিকভাবে ও ব্যক্তিগতভাবে ক্যাম্পাসজুড়ে প্রচারণা চালান। কেউ সরাসরি প্রচারে অংশ নেন, আবার কেউ অনলাইনেও প্রচার চালান।ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোটের’ প্রার্থীরা শেষদিনে বিভিন্ন অনুষদ, ঝুপড়ি, রেলস্টেশন ও শাটল ট্রেনে ব্যাপক প্রচার চালান। প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহীম হোসেন রনি বলেন, ‘আমরা শেষদিনে ক্যাম্পাসের প্রায় সব জায়গায় একা বা প্যানেলের সবাইকে নিয়ে প্রচার চালিয়েছি। রাত সাড়ে ৯টার দিকে রেলস্টেশন চত্বরে “প্রজেকশন মিটিং”য়ের মধ্য দিয়ে আমাদের প্রচার শেষ হবে।’চাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরাও কলা ভবন, ঝুপড়ি, বিভিন্ন হল ও অনুষদে প্রচারণা চালান। রেলস্টেশন চত্বর ও শাটল ট্রেনেও তারা জোর প্রচার করেন। জিএস প্রার্থী ...