সাভারের গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (গকসু) সহসভাপতি (ভিপি) পদে ইয়াছিন আল মৃদুল দেওয়ান ও সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. রায়হান খান নির্বাচিত হয়েছেন। ইয়াছিন বাংলা বিভাগের এবং রায়হান ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থী।

শুক্রবার রাতে কেন্দ্রীয় সংসদ ও অনুষদ সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. রফিকুল আলম। ভিপি পদে ইয়াছিন ৬৯২ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবদুল মাজেদ সালাফীর ৬৭৭ ভোটকে পিছনে ফেলেছেন। জিএস পদে রায়হান ১ হাজার ১২১ ভোট পেয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. অন্তু দেওয়ান পেয়েছেন ৮১০ ভোট।

অন্যান্য পদে এজিএস পদে সামিউল হাসান শোভন, কোষাধ্যক্ষ পদে খন্দকার আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক পদে ফয়সাল আহমেদ, সহক্রীড়া সম্পাদক পদে আবদুল্লাহ আল নোমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মারুফ, সহসাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে লীশা চাকমা, দপ্তর সম্পাদক পদে শারমিন আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. জান্নাতুল ফেরদৌস এবং সমাজকল্যাণ ও ক্যানটিন সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন অন্তর নির্বাচিত হয়েছেন।

পাঁচটি অনুষদ নির্বাচনে কৃষি অনুষদে মহিউল আলম দোলন ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদে মো. হুমায়ুন কবির বিজয়ী হয়েছেন। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে মেহেরুন খিলজি মিতু ও মো. ইমদাদুল হক মিলন নির্বাচিত হয়েছেন। স্বাস্থ্য বিজ্ঞান অনুষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাশরুন সেঁজুতি অরণি ও পার্থ সরকার জয়ী হয়েছেন।

ভোট গ্রহণ চলেছে সকাল থেকে বিকেল পর্যন্ত, ১৯টি বুথে ভোটার ছিলেন ৪ হাজার ৬৭২ জন। নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছিল প্রায় ৪০০ আইনশৃঙ্খলা বাহিনী।