বিমানবন্দরের আগুনে এক বিলিয়ন ডলারের ক্ষতি আশঙ্কা: বিকেএমইএ

বিমানবন্দরের আগুনে এক বিলিয়ন ডলারের ক্ষতি আশঙ্কা: বিকেএমইএ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় এক বিলিয়ন ডলারের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান গণমাধ্যমকে বলেন, এই অগ্নিকাণ্ডের ফলে রপ্তানি কার্যক্রমে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। “প্রাথমিকভাবে ধারণা করছি, ক্ষতির পরিমাণ এক বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে,” বলেন তিনি।তিনি আরও বলেন, সরাসরি আর্থিক ক্ষতির পাশাপাশি কাঁচামাল সময়মতো না পাওয়ায় অর্ডার বাতিল, কয়েক গুণ বেশি ব্যয়ে এয়ারে পণ্য পাঠানোর বাধ্যবাধকতা, ডিসকাউন্ট দেওয়া, সময়মতো স্যাম্পল না পৌঁছানোয় অর্ডার নিশ্চিত না হওয়া—এসব কারণে আমদানি–রপ্তানি খাতে বড় ধরনের ক্ষতি হবে।তৈরি পোশাক খাতের প্রায় ৫০০ রপ্তানিকারকের মালামাল পুড়ে গেছে। এর সঙ্গে জড়িয়ে আছে কোটি কোটি ডলারের রপ্তানি,” বলেন বিকেএমইএর এই নেতা।বায়ারদের ক্ষতিপূরণ বা ডিসকাউন্ট দিতে হতে পারে জানিয়ে তিনি বলেন, যেসব ক্ষুদ্র ব্যবসায়ীর পণ্য আগুনে পুড়ে গেছে, তাদের জন্য ঘুরে দাঁড়ানো কঠিন হবে।শনিবার দুপুর সোয়া দুইটার দিকে বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের পাশাপাশি সেনা, ...

  • ১৯ অক্টোবর ২০২৫