এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রায় আগের দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ, কেজি ১১০–১১৫ টাকা। অন্যদিকে ইলিশের দাম রীতিমতো নাগালের বাইরে, কেজিতে বেড়েছে ৫০০ টাকা।

শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, পাল্লা (৫ কেজি) প্রতি পেঁয়াজের দাম ৫২০ টাকা থেকে ৫১০–৫০০ টাকায় নেমে আসলেও খুচরা বাজারে কেজিতে তেমন কোনো প্রভাব পড়েনি।

বিক্রেতারা বলছেন, নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত পেঁয়াজের দাম কমবে না। হালি পেঁয়াজ শেষের দিকে। আড়তেও পেঁয়াজ নেই বললেই চলে।

উত্তর বাড্ডার পেঁয়াজের পাইকারি বাজারের বিক্রেতা শরীফুল হক বলেন, মণপ্রতি পেঁয়াজের দাম পড়ছে ৩৬০০ টাকা থেকে ৪০০০ টাকা। সে হিসাবে আড়তেই পেঁয়াজের কেজি প্রায় ১০০ টাকা।

পেঁয়াজের দামের পাশাপাশি এক সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে ইলিশ মাছের দাম। খুচরা বাজারে কেজিতে ইলিশের দাম বেড়েছে ৫০০–৬০০ টাকা।

রামপুরা বাজারে ৬০০–৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১২০০–১৬০০ টাকায়, যা আগের সপ্তাহে ছিল ৮০০–১০০০ টাকা। এক কেজি সাইজের ইলিশ ২২০০–২৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০০০–৩২০০ টাকা।

যেসব ইলিশের সাইজ এক কেজির ওপরে, তাদের দাম ছাড়িয়ে গেছে ৪৫০০–৪৮০০ টাকা। এক সপ্তাহ আগেও এই সাইজের ইলিশের দাম ছিল ৩৫০০–৩৮০০ টাকা।

রামপুরা বাজারের ইলিশ বিক্রেতা ইমন বলেন, পাইকারি বাজারে ইলিশের সরবরাহ কম। আগের মতো ইলিশ আসছে না। এতে করে দাম বেড়ে গেছে।

ইলিশের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। সানজিদ হোসেন বলেন, “একটা ইলিশের দাম যদি ৫০০০ টাকার বেশি হয়, মানুষ তাহলে খাবে কী? আর শুধু ইলিশ না, প্রতিটা মাছের দাম বাড়তি।”

বাজার ঘুরে দেখা যায়, রুই, কাতল, কালিবাউশ মাছের কেজি ৩৮০–৪৫০ টাকা; শোল মাছের কেজি সাইজভেদে ৮০০–১৫০০ টাকা; পোয়া মাছ কেজিপ্রতি ৬০০–১০০০ টাকা; শিং–মাগুর ৬০০–৮০০ টাকা; তেলাপিয়া ৩০০–৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের দামের পাশাপাশি বাজারে সবজির দামও বেড়েছে। শীতকালীন নতুন ওঠা সবজির দাম সবচেয়ে বেশি। টমেটো বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২০–১৫০ টাকায়, শসা ৮০–১২o টাকা, গাজর ১২০–১৬০ টাকা।

এ ছাড়া বেগুন বিক্রি হচ্ছে ১০০–১২০ টাকা কেজিতে, বরবটি ৮০–১২০ টাকা কেজি, পটলের দাম ৬০–৮০ টাকা। প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে ২০–৫০ টাকা করে।

বাজারে লেবুর সরবরাহ কমেছে। প্রতি হালি বড় সাইজের লেবু বিক্রি হচ্ছে ৫০ টাকায়। এ ছাড়া দাম বেড়েছে কাঁচামরিচের। গত সপ্তাহে কেজিপ্রতি কাঁচামরিচের দাম ছিল ১২০–১৪০ টাকা। এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৬০–১৯০ টাকায়।

বিক্রেতারা বলছেন, বৃহস্পতিবার পর্যাপ্ত ট্রাক প্রবেশ করেনি পাইকারি বাজারে। এতে করে সরবরাহ–শৃঙ্খলে সংকট সৃষ্টি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে শুক্রবারের বাজারে।