উত্তর-পূর্ব ভারতের আসামে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে, যা ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, বাংলাদেশ সময় রোববার বিকেল ৫টা ১১ মিনিটে ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯।
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আসামের উদালগুরি থেকে ১৪ দশমিক ৪ কিলোমিটার পূর্বে। এটি গুয়াহাটি থেকে প্রায় ৮১ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং ভুটানের সামদ্রুপ থেকে ৭৩ দশমিক ৮ কিলোমিটার পূর্বে অবস্থিত ছিল।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবীর জানান, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ঢাকা থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উত্তর-পূর্বে। উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল।
ভূমিকম্পে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঢাকায় অনেকেই কম্পন অনুভব করেছেন বলে জানিয়েছেন।
এর আগে গত ২২ আগস্ট মিয়ানমারে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল, যা বাংলাদেশেও অনুভূত হয়েছিল।