ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার সকালে ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব আখতার হোসেন এসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

“আমরা মনোনয়নপত্র বিতরণের কাজ শেষ করেছি। আজ যাদের নাম প্রকাশ করলাম, তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, সেটা তদন্ত করে পরবর্তীতে প্রার্থিতা বাতিল করব,” বলেন আখতার।

প্রার্থীদের নাম ঘোষণার আগে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, এবার এনসিপি ব্যালট রেভল্যুশন ঘটাবে। নির্বাচনের দিন অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দিতে ভোটারদের অনুরোধ জানান নাসীরুদ্দীন।

একই সঙ্গে নাসীরুদ্দীন দলীয় প্রতীক শাপলা কলিতে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাওয়ার প্রচারণা চালাতে প্রার্থীদের নির্দেশনা দেন।

দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেন, “এবারের নির্বাচনে এনসিপির প্রার্থীতায় ভিন্নতা পাওয়া যাবে। মোট ১ হাজার ৫০০ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। দেশের সবার জন্য ফরম বিক্রি উন্মুক্ত রেখেছিল এনসিপি।”

মূল নেতারা কে কোন আসনে

ঘোষিত ১২৫ প্রার্থীর তালিকায় উঠে এসেছে এনসিপির প্রধান সব নেতার নাম। তাঁদের মধ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচনে লড়বেন ঢাকা-১১ আসন থেকে। আখতার হোসেন নির্বাচন করবেন রংপুর-৪ আসন থেকে।

এ ছাড়া এনসিপির দুই মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১ এবং হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ আসন থেকে মনোনয়ন পেয়েছেন। তাসনিম জারা এবং নাসীরুদ্দীন পাটোয়ারী যথাক্রমে ঢাকা-৯ এবং ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করবেন।

এনসিপির আলোচিত নেতা সারোয়ার তুষার নরসিংদি-২, তাজনূভা জাবীন ঢাকা-১৭ এবং আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ আসন থেকে নির্বাচন করবেন।