১২৫ আসনে প্রার্থী ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, গণভোটে ‘হ্যাঁ’কে জয়যুক্ত করতেই তার দল নির্বাচনে অংশ নিচ্ছে, ক্ষমতায় যাওয়ার জন্য নয়।
বুধবার বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে নাহিদ ইসলাম বলেন, "ভুলে গেলে চলবে না, এবারের নির্বাচন গণভোটের নির্বাচন। গণভোটের প্রধান প্রশ্ন হচ্ছে হ্যাঁ অথবা না, এই কথাটাই বলার জন্য নির্বাচনে অংশগ্রহণ করছি আমরা।"
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এনসিপি কয়টি আসন পাবে তা নিয়ে চিন্তিত নয় উল্লেখ করে নাহিদ বলেন, "সিট কয়টা পাব বা কি পাব না, সেটা বিবেচনায় রেখে নির্বাচনে অংশগ্রহণ করছি না। ক্ষমতায় যাওয়ার জন্য সিট নিশ্চিত করতে চাইলে কোনো না কোনো জোটের সঙ্গে চলে যেতাম।"
নির্বাচনী পরিবেশ নিয়ে অভিযোগ করে নাহিদ জানান, বিভিন্ন জায়গায় এনসিপির পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, অনেকেই নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করছেন। অনেকে আবার নানা সময়ে পেশিশক্তি দেখাতে অস্ত্রের মহড়া দেখাচ্ছে।
নির্বাচন কমিশনের কার্যক্রমের সমালোচনা করে নাহিদ বলেন, "বিভিন্ন জায়গায় মাফিয়াদের নমিনেশন দেওয়া হয়েছে। ঋণখেলাপিকে নমিনেশন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে কি না, এর ওপর নির্ভর করবে কমিশন কতটা সুষ্ঠু প্রক্রিয়ায় কাজ করছে।"
এনসিপি গঠনের প্রেক্ষাপট তুলে ধরে নাহিদ বলেন, "আমরা সাত মাস অপেক্ষা করেছি, যাতে বিদ্যমান রাজনৈতিক দলগুলো একটা সমঝোতায় এসে তরুণ প্রজন্মের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে। যেহেতু তারা সেটা করে নাই; নিজেদের দলাদলি-অন্তর্দ্বন্দ্বে ব্যস্ত ছিল, নিজেদের দলীয় এজেন্ডাকে প্রধান করে তুলেছে, তার ফলেই তরুণদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এনসিপির জন্ম হয়েছে।"
বুধবার এনসিপি ১২৫ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। দলের আহ্বায়ক নাহিদ লড়ছেন ঢাকা-১১ আসনের জন্য। ঢাকা-১১ আসনটি বাড্ডা-ভাটারা-রামপুরা নিয়ে গঠিত। এই আসনের বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম।
পূর্বের পোস্ট :