জাহাঙ্গীরনগরে প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ সেপ্টেম্বর

জাহাঙ্গীরনগরে প্রথম বর্ষের ক্লাস শুরু ২১ সেপ্টেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের (৫৪ তম ব্যাচ) শিক্ষার্থীদের ক্লাস  আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।বৃহষ্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা  বিষয়টি নিশ্চিত করেছেন।আলী রেজা সাংবাদিকদের বলেন, " আমরা আশাবাদী শুক্রবারের মধ্যেই নবীন শিক্ষার্থীদের ক্লাস রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং বরাদ্দকৃত হলের নাম সহ একটি অফিস আদেশ দেওয়া হবে।"তিনি জানান,  এবছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য মোট ১,৮৮৯ জন নবীন শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে।এর আগে, গত ১৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ভর্তি ব্যবস্থাপনা কমিটির সভায় ২১ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

  • ১৮ সেপ্টেম্বর ২০২৫