রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর উচিত নতুন পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে বরং ইউক্রেইনের যুদ্ধ শেষ করা।
সোমবার হোয়াইট হাউজের পোস্ট করা এক অডিও ফাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘পুতিনের উচিত যুদ্ধের দিকে মনোযোগ দেওয়া, ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নয়।’
এর আগে রোববার পুতিন জানান, রাশিয়া পারমাণবিক শক্তিচালিত বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে—যা যে কোনো প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম। দেশটি এখন এই অস্ত্র মোতায়েনের পথে হাঁটছে বলেও তিনি জানান।
রুশ সামরিক বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি বলেন, গত ২১ অক্টোবর পরীক্ষামূলক উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি ১৪ হাজার কিলোমিটার ভ্রমণ করেছে এবং প্রায় ১৫ ঘণ্টা আকাশে ছিল।
সোমবার জাপান সফরে থাকা ট্রাম্পকে এয়ার ফোর্স ওয়ানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমাদের এতদূর উড়ার প্রয়োজন নেই। কারণ, রাশিয়ার উপকূল ঘেঁষেই যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন রয়েছে।’
তিনি আরও বলেন, ‘রাশিয়া জানে আমাদের বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক সাবমেরিন আছে। সেগুলোকে তাদের তীরে পৌঁছাতে ৮ হাজার মাইল যেতে হয় না। আমরা সবসময়ই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাই।’
পুতিনের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আপনার যুদ্ধ শেষ করা উচিত। যে যুদ্ধ এক সপ্তাহে শেষ হওয়ার কথা, তা এখন চতুর্থ বছরে। ক্ষেপণাস্ত্র পরীক্ষা না করে বরং সেই যুদ্ধই থামানো উচিত।’
ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় ক্রেমলিন জানায়, রাশিয়া নিজেদের জাতীয় স্বার্থে কাজ করবে। তবে ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হওয়ার কোনো কারণ তারা দেখছে না।
পূর্বের পোস্ট :