দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর বুসানের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটির বিমান বাহিনীর ঘাঁটিতে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির এই দুই নেতা রুদ্ধদ্বার বৈঠকে বসেন। বৈঠকটি এক ঘণ্টা ৪০ মিনিট স্থায়ী হয় বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।
রয়টার্সের তথ্যমতে, আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে ছিল বিরল মৃত্তিকা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ, ফেন্টানাইল সংকট এবং সয়াবিন রপ্তানি। এসব ইস্যু নিয়ে দুই দেশের অবস্থান ও ভবিষ্যৎ বাণিজ্য সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
গিমহে আন্তর্জাতিক বিমানবন্দর একই সঙ্গে সামরিক ও বেসামরিক উভয় বিমানবন্দর হিসেবে ব্যবহৃত হয়। এটি দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ও মার্কিন বিমান বাহিনীর যৌথ মহড়ার অংশও হয়ে থাকে।
বৈঠক শুরুর আগে দুই নেতা ঘাঁটির ভেতরে গণমাধ্যমের সামনে করমর্দন করেন। এ সময় শি বলেন, ‘ট্রাম্পের সঙ্গে মিলিত হয়ে আমি আনন্দিত।’
উত্তরে ট্রাম্প বলেন, ‘আমরা অত্যন্ত সফল একটি বৈঠক করতে যাচ্ছি। তবে তিনিই (শি) খুব কঠোর আলোচক।’
বৈঠকের শুরুতে শি বলেন, ‘আমাদের দুই দেশ পরস্পরকে সহায়তা করে সফল ও সমৃদ্ধ হতে পারে। জনাব প্রেসিডেন্ট, চীন–যুক্তরাষ্ট্র সম্পর্কের দৃঢ় ভিত্তি গড়তে এবং দুই দেশের উন্নয়নের উপযুক্ত পরিবেশ তৈরিতে আমি আপনার সঙ্গে কাজ করে যেতে চাই।’
তিনি আরও বলেন, ‘বৃহৎ অর্থনৈতিক শক্তিগুলোর মধ্যে বিরোধ একটি স্বাভাবিক বিষয়। তবে চীন ও যুক্তরাষ্ট্রের অংশীদার ও বন্ধু হওয়া উচিত।’
জবাবে ট্রাম্প বলেন, ‘আপনাকে এখানে পেয়ে আমি সম্মানিত। আপনাকে ধন্যবাদ।’
এর আগে ২০১৯ সালে জাপানের ওসাকায় জি২০ শীর্ষ সম্মেলনের সময় ট্রাম্প ও শির মধ্যে সর্বশেষ মুখোমুখি বৈঠক হয়েছিল।
ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে শত শত কোটি ডলারের আমদানি পণ্যে উচ্চ শুল্ক আরোপ করে শুরু হওয়া বাণিজ্য যুদ্ধের মধ্যেই দুই দেশের নেতাদের এ বৈঠক অনুষ্ঠিত হলো।
পূর্বের পোস্ট :