বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমানের গুলশান এলাকার বাসার আশপাশে সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ ও সিএসএফ সদস্যরা।
গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, রোববার সকালে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা থেকে আসা ৪৬ বছর বয়সী মো. রুহুল আমিনকে তারেক রহমানের বাসা ও আশপাশে পার্ক করা গাড়ির বিভিন্ন কোণ থেকে ছবি তুলতে দেখা যায়। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে আটক করে।
এর কিছুক্ষণ পর একই এলাকায় আরেকজনকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. ওমর ফারুক। দেহ তল্লাশির সময় তার কাছ থেকে দুটি ছোট প্যাকেটে গাঁজা উদ্ধার করা হয়েছে।
ওসি জানান, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পূর্বের পোস্ট :