বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার রোববার টেলিফোনে আলোচনা করেছেন।
আলোচনায় উভয় পক্ষ বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন এবং বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এ সময় তারা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার বিষয়ে দুই নেতা একমত হন।
পূর্বের পোস্ট :