যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরোধী দলীয় নেতা রেজা পাহলভি দেশটির ভেতরে যথেষ্ট জনসমর্থন আদায় করতে পারবে কি না তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
রয়টার্সকে বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পাহলভি তার কাছে ‘চমৎকার মনে হচ্ছে’, কিন্তু তিনি জানেন না তিনি তার নিজ দেশে কীভাবে কাজ করবেন। ট্রাম্প বলেন, “তার দেশ তার নেতৃত্ব মেনে নেবে কি না আমি জানি না, আর তারা যদি তা করে তাহলে নিশ্চিতভাবেই আমার জন্য তা ভালো হবে।”
রেজা পাহলভি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত ইরানের সাবেক শাহের ছেলে। বিপ্লবের পর থেকে দীর্ঘদিন নির্বাসনে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি এবং ইরানের ইসলামিক শাসনের এক প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত।
ইরানের সরকারবিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে বারবার হস্তক্ষেপের হুমকি দিয়েছেন ট্রাম্প। সরকারি বাহিনীর সহিংস অভিযানে এ পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে খবর। তবে দেশটির সরকারবিরোধীরা বহু দলবিভক্ত এবং আদর্শগতভাবে বিভিন্ন, তাই তাদের সংগঠিত উপস্থিতি সীমিত বলে মনে করা হচ্ছে।
রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের মন্তব্য পাহলভির ইরানকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। গত সপ্তাহে ট্রাম্প জানিয়েছিলেন, পাহলভির সঙ্গে তার সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা নেই।
পূর্বের পোস্ট :