যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আগামী দুই মাসের জন্য ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে মোতায়েন হচ্ছে ন্যাশনাল গার্ড সেনা। তবে এই সেনা মোতায়েনকে ‘বেআইনি’ দাবি করে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে রাজ্যটি।
রোববার ওরেগনের অ্যাটর্নি জেনারেল ড্যান রেফিল্ড এ মামলা দায়ের করেন। তিনি পদক্ষেপটিকে ‘উস্কানিমূলক এবং যথেচ্ছাচারী’ উল্লেখ করে বলেন, সেনা মোতায়েনের ফলে জননিরাপত্তা ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পাঠানো এক মেমোতে বলা হয়, পোর্টল্যান্ডে যেখানে বিক্ষোভ চলছে বা আশঙ্কা রয়েছে, সেখানে কেন্দ্রীয় সম্পত্তি সুরক্ষায় অন্তত ২০০ ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করা হবে।
এর আগে শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, অভিবাসী আটক কেন্দ্র ঘিরে বিক্ষোভ দমন করতে ‘প্রয়োজনে পূর্ণ শক্তি ব্যবহারের’ অনুমোদন তিনি দিয়েছেন।
অবৈধ অভিবাসন ঠেকাতে চলমান দমনাভিযানের অংশ হিসেবেই বিভিন্ন শহরে সেনা মোতায়েন শুরু হয়েছে। ট্রাম্প পোর্টল্যান্ডকে ‘যুদ্ধবিধ্বস্ত শহর’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে বলেন, ন্যাশনাল গার্ড মোতায়েন হলে তা অ্যান্টিফা ও দেশি সন্ত্রাসীদের হামলার মুখে অবরুদ্ধ যে কোনো আইসিই কেন্দ্র রক্ষায় সহায়ক হবে।
তবে পোর্টল্যান্ডে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের প্রয়োজনীয়তা নাকচ করেছেন ওরেগনের ডেমোক্র্যাটিক আইনপ্রণেতারা। গভর্নরও বলেন, পোর্টল্যান্ডে কোনো জাতীয় নিরাপত্তা হুমকি নেই; কমিউনিটিগুলো নিরাপদ ও শান্ত রয়েছে।