বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রবিবার আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে লড়ার জন্য মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন।

মনোনয়নপত্রে স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। এ সময় দুই নির্বাচনী এলাকার দলের সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন, জানান বিএনপি মিডিয়া সেলের সদস্য সায়রুল কবীর খান।

ঢাকা-১৭ আসনের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন বিএনপি উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম। নির্বাচনী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ড. ফারহাদ হালিম ডনার।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা-১৭ ও বগুড়া-৬ দুই আসনের মনোনয়নপত্র আগামী সোমবার দাখিল করা হবে।

এর আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, তারেক রহমান দুই আসন থেকে নির্বাচন করছেন দলের নির্বাচনী কৌশলের অংশ হিসেবে।

উল্লেখ্য, ১৩তম জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।