জাতীয় নাগরিক দলের (এনসিপি) প্রধান সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী আজ জামাত-এ-ইসলামী ও তাদের সহযোগী দলগুলোর সঙ্গে জুলাই চুক্তির বাস্তবায়নের পাঁচ দফা দাবিকে সমর্থন প্রকাশ করেছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীদের যৌথ প্ল্যাটফর্ম ‘ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স’ এর উদ্বোধনী অনুষ্ঠানে পাটওয়ারী বলেন, “আটদলীয় জোট তাদের আন্দোলনের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন জামুনার দিকে দীর্ঘ মিছিল ঘোষণা করেছে যদি তাদের দাবিগুলো পূরণ না হয়। আমরা তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। আমরা এখনও এই আন্দোলনের সঙ্গে আছি।”
তিনি জনমতের গুরুত্ব বোঝার ওপর জোর দিয়ে বলেন, “জিয়াউর রহমান জনমতের ধারা বুঝতে পারতেন, খালেদা জিয়াও পারতেন। এজন্য বিএনপি ‘হ্যাঁ’ ভোট নিয়ে জন্ম নিয়েছিল এবং দেশের প্রধান দলগুলোর একটি হয়ে উঠেছিল। কিন্তু বর্তমানে যারা বিএনপির নেতৃত্বে আছেন, তারা জনমতের ধারা বুঝতে ব্যর্থ হচ্ছেন এবং রাজনৈতিকভাবে নিজেদের ক্ষতিসাধন করছেন। আমরা আর কী করতে পারি?”
সরকারের সমালোচনা করে পাটওয়ারী বলেন, “গত বছর ধরে সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেকে একটি শাসকগোষ্ঠীতে পরিণত করেছে। জনগণের দাবি পূরণে সরকার ব্যর্থ হয়েছে।”
এদিকে দুপুরে আটদলীয় জোট একটি আলটিমেটাম জারি করেছে। তারা ১৬ নভেম্বরের মধ্যে তাদের দাবি পূরণ না হলে প্রধান উপদেষ্টার বাসভবন জামুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু করবে। তাদের দাবির মধ্যে রয়েছে জুলাই জাতীয় চুক্তি বাস্তবায়নের নির্দেশ জারি করা এবং নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত করা।
পূর্বের পোস্ট :