জামায়াতে ইসলামি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আটটি সমমনা রাজনৈতিক দল জানিয়েছে, তাদের পাঁচ দফা দাবি পূরণ না হলে তারা অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচিতে যাবে।

বুধবার (১২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই। আমরা প্রধান উপদেষ্টার নিয়োগ চেয়েছিলাম, এখন তাঁর সঙ্গে সাক্ষাৎ করব। কিন্তু যদি আমাদের দাবি পূরণ না হয়, তাহলে তাঁর বাসভবনের সামনেই অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু করব।”

জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান কর্মসূচিগুলো ঘোষণা করেন। তিনি বলেন, “আগামীকাল (বৃহস্পতিবার) দেশজুড়ে নেতা-কর্মীরা সড়কে অবস্থান নেবেন, যাতে কোনো অঘটন না ঘটে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণার সম্ভাবনা থাকায় সবাইকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা দেশপ্রেমিক ও গণতন্ত্রপন্থী সব শক্তিকে রাস্তায় নামার আহ্বান জানাচ্ছি।” 

জোটটি শুক্রবার জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের কর্মসূচিও ঘোষণা করেছে। আগামী রোববার (১৬ নভেম্বর) সকাল ১১টায় তারা শীর্ষ নেতাদের বৈঠকে বসবে। সেদিনই সংবাদ সম্মেলনের মাধ্যমে অবস্থান কর্মসূচির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানানো হয়।

গোলাম পরওয়ার বলেন, “আমাদের প্রধান দাবি হলো—জাতীয় নির্বাচনের আগে জুলাই মাসে ঘোষিত জাতীয় সনদের আদেশ নিয়ে গণভোটের আয়োজন করা। আমরা চাই, নির্বাচন নির্ধারিত সময় ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হোক।”