বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, গণভোট প্রশ্নে অন্তবর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছাতে সাত দিনের যে সময় বেঁধে দিয়ে নিজেদের শক্তি প্রদর্শন করছে, তা তাদের মানায় না।

বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির এ নেতা বলেন, “আপনারা নির্বাচিত সরকার না—এটা সবসময় মনে রাখবেন। আপনাদের সীমারেখা সুষ্ঠু নির্বাচন আয়োজন পর্যন্ত, এবং ঐ পর্যন্তই বিএনপির সমর্থন পাবেন।”

শনিবার কাকরাইলে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির এ নেতা।

সরকার অন্য দলের রেফারেন্স দিয়ে বিএনপিকে আলোচনায় ডাকছে। এ ধরনের কাজ শোভন নয় জানিয়ে সালাহউদ্দিন বলেন, “আপনারা সরাসরি আমাদের ডাকুন, আলোচনার জন্য প্রস্তুত আছি। অন্য দলের রেফারেন্স দিয়ে, অন্য কাউকে রেফারি রেখে আমাদের ডাকবেন না।”

সালাহউদ্দিন জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সব দলের সঙ্গে বিএনপির রাজনৈতিক যোগাযোগ সচল আছে।

গণভোট প্রশ্নে সালাহউদ্দিন জানান, তিনিই প্রথম গণভোটের প্রস্তাব দিয়েছিলেন। এই গণভোটকে এখন ইস্যু বানিয়ে অনৈক্য সৃষ্টি করা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

যেদিন নির্বাচন হবে, সেদিনই গণভোট হবে। এর কোনো বিকল্প নেই। আলাদা করে গণভোটের আয়োজন করা ব্যয়বহুল এবং বড় পরিসরের পরিকল্পনার কাজ, যা জাতীয় নির্বাচনের দিন ছাড়া সম্ভব না,” বলেন সালাহউদ্দিন।

ইসলামি ধারার দলগুলো গণভোট প্রসঙ্গে সাম্প্রতিক আলটিমেটাম নিয়ে সালাহউদ্দিন বলেন, “কাদের আলটিমেটাম দেন আপনারা? সরকার তো আপনাদের পক্ষেই কাজ করছে? এই আলটিমেটাম তাহলে কাদের জন্য?”

ঐকমত্য কমিশনের সমালোচনা করে সালাহউদ্দিন জানান, প্রধান উপদেষ্টার কমিশনের সুপারিশে স্বাক্ষর করা স্পষ্ট কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। এছাড়া কমিশন যাই চেয়েছে, তাই সুপারিশে এনেছে। এত দিনের আলোচনার প্রতিফলন কমিশনের সুপারিশে ঘটেনি।

ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ। কমিশন সদস্যরা সবাই এখন আমেরিকা প্রত্যাবর্তন করেছেন,” বলেন তিনি।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে সালাহউদ্দিন জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার পর হাতে দুই মাস সময় থাকবে। এই দুই মাসে বিএনপি প্রার্থীদের প্রচারণায় ফ্যাসিস্ট এবং তাদের সহযোগীদের সব অপপ্রচার নস্যাৎ হয়ে যাবে।

আপনারা যার যার নির্বাচনী এলাকায় গিয়ে বিএনপি প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাবেন,” ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান তিনি।

ছাত্রদলের নেতাকর্মীদের বই পড়ার পরামর্শ দিয়ে সালাহউদ্দিন বলেন, আগামীর রাজনীতি হবে মেধাভিত্তিক রাজনীতি। বয়ানবাজির রাজনীতির দিন শেষ।