নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর। যেহেতু আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণা হওয়ার কথা রয়েছে, সেহেতু ওই সময়েই তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে এক ফোনালাপে এমন তথ্য নিশ্চিত করে ফজলে এলাহী বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তিনি (তারেক রহমান) চলে আসবেন। আর সেটা ডিসেম্বরের প্রথম সপ্তাহেই হওয়ার কথা; নির্বাচন কমিশনও এমনই আভাস দিয়েছে।
বিএনপির এই রাজনীতিবিদ বলেন, দলীয় নেতা হিসেবে তারেক রহমান নিজে নির্বাচনে অংশ নেবেন; সেজন্য দেশের বাইরে থাকার কোনো সুযোগ নেই।
দেশে ফেরার ক্ষেত্রে তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কি না জানতে চাইলে ফজলে এলাহী আকবর বলেন, ‘বিষয়টি হচ্ছে—তাকে আসতেই হবে। একটি দলের কর্ণধার হিসেবে তিনি কি দেশের বাইরে থেকে নির্বাচন করতে পারবেন? পারবেন না; তাকে আসতেই হবে।
নিরাপত্তা শঙ্কায় তিনি (তারেক রহমান) আসবেন না, বিষয়টি এমন নয়। তাকে চ্যালেঞ্জ নিয়েই আসতে হবে। সরকারেরও তার নিরাপত্তার বিষয়টি দেখতে হবে। সরকারের দায়িত্ব তাকে যথাযথ নিরাপত্তা দেওয়া,’ যোগ করেন ফজলে এলাহী আকবর।
গেল ১ নভেম্বর নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে এবং ভোট গ্রহণ আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।
পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন ইতিমধ্যেই নির্বাচনের জন্য একটি বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করেছে। আমরা রমজান মাসের আগেই নির্বাচন সম্পন্ন করতে চাই।’
এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে সোমবার (৩ নভেম্বর) বিএনপি সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। দল জানিয়েছে, চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ থেকে নির্বাচনে অংশ নেবেন। তারেক রহমান বগুড়া-৬ থেকে প্রার্থী হবেন।
জিয়াউর রহমান শহীদ হওয়ার পর ১৯৯১ সালে নির্বাচনী পথচলা শুরু করেন খালেদা জিয়া। জিয়াউর রহমান ও খালেদার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান এবারই প্রথম সরাসরি নির্বাচনে অংশ নিচ্ছেন; যদিও ২০০৮ সালের ২২ জানুয়ারির নির্বাচনে তিনি আগে প্রার্থী হয়েছিলেন, সেই নির্বাচন শেষ পর্যন্ত হয়নি।
পূর্বের পোস্ট :