দেশের দুই পুঁজিবাজারে মঙ্গলবার লেনদেন সূচকের উত্থান দিয়ে শুরু হলেও দিন শেষ পতনের মুখে পড়েছে পুঁজিবাজার, দাম কমেছে বেশিরভাগ কোম্পানির।

সারাদিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩০ পয়েন্ট।

বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৬ এবং বাছাইকৃত কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস৩০ কমেছে ১৪ পয়েন্ট।

ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৯৬ কোম্পানির মধ্যে বেশিরভাগের দাম নিম্নমুখী। ১০৫ কোম্পানির দরপতনের বিপরীতে দর বেড়েছে ২৩৩ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৫৮ কোম্পানির শেয়ারের দাম।

এ, বি, জেড- তিন ক্যাটাগরিতেই বেশিরভাগ কোম্পানির দাম নিম্নমুখী। বিশেষ করে সর্বোচ্চ লভ্যাংশ দেয়া ভালো কোম্পানির এ ক্যাটাগরিতে ৬৯ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১১৯ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৩১ কোম্পানির শেয়ারের দাম।

ব্লক মার্কেটে ৩০ কোম্পানির ১৯ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে। ব্র্যাক ব্যাংক সর্বোচ্চ ৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।

লেনদেন বেড়েছে ডিএসইতে; সারাদিনে ৬০৬ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৫৩০ কোটি টাকা।

১০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ৮ শতাংশের বেশি দাম কমে তলানিতে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।

পতন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই); সার্বিক সূচক কমেছে ৫৪ পয়েন্ট।

লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির দাম তলানিতে। ২০৭ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৪, কমেছে ১০৮ এবং অপরিবর্তিত আছে ২৫ কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে সারাদিনে ১৫ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ১৯ কোটি টাকা।

৯ শতাংশের ওপরে দাম বেড়ে সিএসইতেও শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ১০ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।