ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচকের পতন হলেও উত্থানের মুখ দেখেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই); ডিএসইতে দাম কমেছে বেশিরভাগ কোম্পানির, দাম বেড়েছে সিএসইতে।

সারাদিনের লেনদেনে ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২১ পয়েন্ট; বাকি দুই সূচক শরীয়া ভিত্তিক ডিএসইএস ৭ এবং বাছাইকৃত ব্লুচিপ সূচক ডিএস৩০ কমেছে ৮ পয়েন্ট।

দাম কমেছে বেশিরভাগ কোম্পানির; ২২৭ কোম্পানির দরপতনের বিপরীতে দর বেড়েছে ১১৪ এবং অপরিবর্তিত আছে ৫৩ কোম্পানির শেয়ারের দাম।

ব্লক মার্কেটে ৪২ কোম্পানির ৫১ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি সর্বোচ্চ ২০ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।

লেনদেন বেড়েছে ডিএসইতে; ৫৩৩ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৪৫৮ কোটি টাকা।

প্রায় ১০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এবং ৮ শতাংশের বেশি দাম কমে তলানিতে ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড।

এদিকে সূচকের উত্থান দেখেছে সিএসই; সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৫৩ পয়েন্ট।

দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ৮৪ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৬৮ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ২৬ কোম্পানির শেয়ারের দাম।

লেনদেন হয়েছে সিএসইতে; ৯ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ১৫ কোটি টাকা।

১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে বঙ্গজ লিমিটেড এবং ৮ শতাংশের ওপরে দর হারিয়ে তলানিতে ইস্টার্ন ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।