সূচকের উত্থানের মধ্য দিয়ে সপ্তাহ শেষ করলো ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই); দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির, লেনদেন কমেছে ডিএসইতে, বেড়েছে সিএসইতে।
বৃহস্পতিবার সকালে ঢিমেতালে লেনদেন শুরু হওয়ার পর দিনের অর্ধভাগে ডিএসইতে প্রধান সূচক বেড়েছিল মাত্র ১ পয়েন্ট, সূচকের পতন চলেছে সিএসইতে। দুপুর দুইটার পর থেকে লেনদেনের পালে হাওয়া লাগে বাড়তে শুরু করে সূচক।
ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২১ পয়েন্ট, শরীয়াভিত্তিক ডিএসইএস ২ এবং ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ৪ পয়েন্ট।
দাম বেড়েছে অধিকাংশ কোম্পানির; ২৬২ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৬৪ এবং অপরিবর্তিত আছে ৬৬ কোম্পানির শেয়ারের দাম।
ব্লক মার্কেটে ৩১ কোম্পানির ২৩ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে; ফাইন ফুডস সর্বোচ্চ ৮ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
ডিএসইতে ৪৬৩ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৫৩৩ কোটি টাকা।
৯.২৫ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে দেশবন্ধু পলিমার লিমিটেড এবং ৮ শতাংশের বেশি দাম কমে তলানিতে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।
সূচক বেড়েছে সিএসইতেও; সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২০ পয়েন্ট।
দাম বেড়েছে অধিকাংশ কোম্পানির; ৮৬ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৪৪ এবং অপরিবর্তিত আছে ৩১ কোম্পানির শেয়ারের দাম।
সারাদিনে ১৩ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৯ কোটি ৯০ লাখ টাকা।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে সোনারগাঁও টেক্সটাইলস কোম্পানি লিমিটেড এবং ৯ শতাংশের ওপরে দর হারিয়ে তলানিতে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।
পূর্বের পোস্ট :