ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা দিত্বীয় দিনের মতো সূচকের উত্থান হয়েছে, দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির।
মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৬ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ১১ এবং ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ১৪ পয়েন্ট।
দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির; ৩১৭ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৩৫ এবং অপরিবর্তিত আছে ৩৭ কোম্পানির শেয়ারের দাম।
ব্লক মার্কেটে ৩৫ কোম্পানির ২১ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে; ফাইন ফুডস সর্বোচ্চ ৬ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
বেড়েছে লেনদেন- ৪৫৮ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ৩৬৪ কোটি টাকা।
১০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে স্ট্যান্ডার্ড ইনস্যুরেন্স পিএলসি এবং ৬.৭৫ শতাংশ দাম কমে তলানিতে প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সিএসইতেও গতদিনের মতো বজায় আছে সূচকের উত্থানের ধারা; সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৯৮ পয়েন্ট।
লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির দাম উর্ধ্বমুখী; ১১৮ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৩১ এবং অপরিবর্তিত আছে ১৭ কোম্পানির শেয়ারের দাম।
সোমবারের তুলনায় মঙ্গলবার লেনদেন কিছুটা কমেছে; ১৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ১৫ কোটি ৭৬ লাখ টাকা।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে অ্যাপেক্স ট্যানারি লিমিটেড এবং প্রায় ৯ শতাংশ দাম হারিয়ে তলানিতে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি।
পূর্বের পোস্ট :