নির্বাচনে ঝাঁপ দিতে প্রস্তুত এনসিপির একঝাঁক নেতা

নির্বাচনে ঝাঁপ দিতে প্রস্তুত এনসিপির একঝাঁক নেতা

রাষ্ট্র সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নকে রাজনীতির মুখ্য কর্মসূচি হিসেবে সামনে রাখলেও জাতীয় নাগরিক পার্টি–এনসিপির একঝাঁক নেতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আগেভাগেই মাঠে নেমে পড়েছেন।তাদের কেউ কেউ দাবি করছেন, আনুষ্ঠানিক ঘোষণা না এলেও দল থেকে ‘এক ধরনের সবুজ সংকেত’ পেয়েছেন। কেউ বক্তব্য ও টকশোতে নিজেদের সম্ভাব্য আসনের কথা প্রকাশ করছেন, কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড ও প্রচার সামগ্রী ছড়িয়ে দিচ্ছেন।দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে যেসব নাম আসছে, তা সম্পূর্ণ ভুল বলা যাবে না। তবে এটা ঠিক যে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করিনি।’তিনি আরও জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য একটি প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। তবে ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’ জারি হওয়ার আগে আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণা করা হবে না।এ বিষয়ে মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে আমরা একটি প্রাথমিক তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছি।’ঢাকা-১৮ (উত্তরা এলাকা) থেকে নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের প্রতিরোধ গড়ে তোলার অন্যতম কেন্দ্র উত্তরা। ...

  • ০৬ নভেম্বর ২০২৫