ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ব্যালট পেপার নীলক্ষেতে ছাপানো হয়েছিল বলে স্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে অভিযোগ তুলেছিল জাতীয়তাবাদী ছাত্রদল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, মূল ভেন্ডরের অনুমতিতে সহযোগী একটি প্রতিষ্ঠান নীলক্ষেতে ব্যালট ছাপালেও প্রশাসনকে সে বিষয়ে অবহিত করা হয়নি।রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান এ কথা জানান। তিনি বলেন, “ভেন্ডর অবহিত না করায় নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের জানা ছিল না। তবে ব্যালট ছাপার স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করে না।”ডাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয় ৯ সেপ্টেম্বর। নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, এবারের নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট পড়ে। ভোটে ছাত্রশিবিরের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল ছাত্রদল। তবে কোনো পদেই ছাত্রদলের প্রার্থীরা বিজয়ী হননি।ভোটের ১৩ দিন পর, ২৬ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনে ১১টি অনিয়মের অভিযোগ তোলে ছাত্রদল। এর মধ্যে অন্যতম ছিল—ব্যালট ছাপা হয়েছে নীলক্ষেতের একটি ছাপাখানায়, যা নিয়মবহির্ভূত।সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, “ব্যালট পেপার পুরোপুরি প্রস্তুত ...