চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগের সময় গুলির ঘটনাকে ‘পরিকল্পিত’ বলে মনে করছে পুলিশ। এতে সারোয়ার হোসেন বাবলা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ জানিয়েছেন, এই গুলি ‘এরশাদ উল্লাহকে নয়, সারোয়ার বাবলাকে লক্ষ্য করেই’ চালানো হয়েছে। বুধবার রাতে এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রাথমিক অনুমানে মনে হচ্ছে, এরশাদ সাহেব টার্গেটে ছিলেন না। টার্গেট ছিলেন সারোয়ার বাবলা, তিনি মারা গেছেন।’তিনি আরও বলেন, ‘আমাদের ধারণা আছে, কারা এই হামলা ঘটিয়েছে। মামলা হবে, তদন্ত হবে। প্রাথমিকভাবে যেটা বলব, এরশাদ উল্লাহ টার্গেট ছিলেন না। সারোয়ার বাবলা টার্গেট ছিলেন। কারণ, আমরা শুনেছি গুলি করে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে।’সিএমপি কমিশনার জানান, ‘এটা সরোয়ার বাবলার এলাকা ছিল। বাইরে থেকে এসে হামলা চালানো হয়। এরশাদ উল্লাহ এখানে নামাজ পড়তে এসেছিলেন। সরোয়ারের বিরুদ্ধেও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল।’বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী পূর্ব মসজিদের কাছে জনসংযোগ চলাকালে গুলি ছোড়া হয়। এতে মহানগর বিএনপির ...