আসন্ন জাতীয় নির্বাচনকে অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করতে সরকার, প্রশাসন এবং নির্বাচন কমিশনকে আরও বলিষ্ঠ, স্বচ্ছ ও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।বুধবার দুপুরে খুলনায় নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভায় তিনি এ মন্তব্য করেন। তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষার্থী, নারী নেত্রী ও বিভিন্ন পেশার দুই শতাধিক প্রতিনিধি অংশ নেন।সভায় সূচনা বক্তব্যে ড. দেবপ্রিয় বলেন, চলমান সংস্কার, বিচারব্যবস্থা ও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে যে আলোচনা-সমালোচনা রয়েছে, সেখানে সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রত্যাশা যথাযথভাবে উঠে আসে না। তাদের চাহিদা ও উদ্বেগ সামনে আনতেই নাগরিক প্ল্যাটফর্ম একটি নাগরিক ইশতেহার তৈরির প্রক্রিয়া শুরু করেছে। এটি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ইশতেহারে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ জানানো হবে।শঙ্কা দূর না হলে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়”দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “নাগরিকদের মনে এখনো শঙ্কা ও ভীতি রয়েছে। এই অনিশ্চয়তা দূর করতে না পারলে অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক নির্বাচন অর্জন করা যাবে না।” তিনি যোগ ...