আগামী বছরের হজ যাত্রীদের জন্য বিমানটিকিটে প্রযোজ্য এক্সাইজ ডিউটি (শুল্ক) পুরোপুরি মওকুফ করা হচ্ছে। একই সঙ্গে, মেট্রোর ভ্যাট অব্যাহত থাকবে আরও ছয় মাস।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান খান জানিয়েছেন, এ সিদ্ধান্ত নীতি অনুযায়ী নেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই এ সংক্রান্ত আদেশ জারি করা হবে।

হজযাত্রীরা এখন তাদের যাত্রা ও ফেরার বিমানটিকিটে টাকায় ৫,০০০ শুল্ক ছাড় পান। মেট্রোর যাত্রীরা এই সময় পর্যন্ত একই ভাড়া দিয়ে চলাচল করতে পারবেন।

এ সিদ্ধান্তের ফলে ধর্মীয় যাত্রী এবং দৈনন্দিন মেট্রো ব্যবহারকারীদের জন্য সুবিধা বৃদ্ধি পাবে।