জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়সূচি ঘোষণার প্রাক্কালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও চার নির্বাচন কমিশনার আজ প্রধান বিচারপতি সৈয়দ রফিক আহমেদের সঙ্গে বৈঠক করেছেন।

ইসি কর্মকর্তারা জানান, সিইসি ও নির্বাচন কমিশনাররা দুপুর ১টা ১৫ মিনিটে আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে রওনা হয়ে প্রায় ১টা ৩৫ মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পৌঁছান।

বৈঠকে সংসদীয় আসন পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে দায়ের করা রিটসহ বিভিন্ন আইনি জটিলতা নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে প্রতীক বরাদ্দ নিয়ে বিরোধের জেরে প্রার্থিতা ফিরে পেতে কয়েকজন প্রার্থীর করা রিট আবেদনগুলোর বিষয়ও সেখানে উঠে আসতে পারে বলে ইসি সূত্র জানায়।

নির্বাচন ও গণভোটের সময়সূচি ঘোষণার ঠিক আগে এমন বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এরই মধ্যে আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার সময়সূচিও নির্ধারিত হয়েছে সিইসির, যা সাধারণত নির্বাচনী তফসিল ঘোষণার আগে প্রচলিত আনুষ্ঠানিকতা হিসেবে পালন করা হয়।

ইসি জানিয়েছে, ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে আয়োজনের প্রস্তুতি চলছে। তফসিল ১০ অথবা ১১ ডিসেম্বর ঘোষণা করা হতে পারে বলে কমিশন ইঙ্গিত দিয়েছে।

এর আগে নির্বাচন কমিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে জানিয়ে রেখেছে যে, সিইসির জাতির উদ্দেশে দেওয়া সম্ভাব্য ভাষণটি রেকর্ড করার জন্য প্রস্তুত থাকতে হবে।