ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত একদল জনতার হাতে সংবাদমাধ্যম নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীর বৃহস্পতিবার রাত তিনটার দিকে হেনস্তার শিকার হন।

খোঁজ নিয়ে জানা যায়, রাতে সংবাদমাধ্যম ডেইলি স্টার ও প্রথম আলো-এর প্রধান কার্যালয়ে একদল উত্তেজিত জনতা অগ্নিসংযোগ করলে সেখানে প্রতিষ্ঠান দুটির কয়েকজন সাংবাদিক আটকা পড়েন। তাঁদের উদ্ধারে গেলে নূরুল কবীর হেনস্তার শিকার হন।

একটি ভিডিওতে দেখা যায়, উত্তেজিত জনতার কয়েকজন নূরুল কবীরকে মারতে উদ্যত হন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেন।

ভিডিওতে আরও দেখা যায়, নূরুল কবীরকে লক্ষ্য করে কয়েকজন ‘আওয়ামী লীগ পাইছি, আওয়ামী লীগ ধরছি’ বলে চিৎকার করেন।

নিউ এজের সম্পাদক হওয়ার পাশাপাশি নূরুল কবীর বর্তমানে সম্পাদক পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন।

ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ের পাশাপাশি উত্তেজিত আরেকদল জনতা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ধ্বংসাবশেষে আগুন দেয় এবং ভাঙচুর চালায়।

এদের একটি অংশ সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে হামলা চালায় এবং অগ্নিসংযোগ করে।

এই প্রতিবেদন লেখার সময় রাত চারটা পর্যন্ত কারওয়ান বাজার ও ধানমন্ডি এলাকায় উত্তেজিত জনতা অবস্থান করছিল। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাঁদের মুখোমুখি অবস্থান দেখা যায়।