ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার বেশ কিছু আসন থেকে নির্বাচনে অংশ নিতে চান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শীর্ষ পর্যায়ের নেতারা। এসব আসনে বিএনপির সঙ্গে সমঝোতা নিয়ে তাঁদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা চলছে বলে জানা গেছে।
এরই মধ্যে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এসব আসনের বেশির ভাগেই এনসিপির শীর্ষ নেতাদের আগ্রহ রয়েছে। এর মধ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের পছন্দের আসনও আছে।
দলীয় সূত্রে জানা গেছে, আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা–১১, সদস্যসচিব আখতার হোসেন রংপুর–৪, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা–১৮ অথবা চাঁদপুর–৫, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ঢাকা–৯ আসন থেকে নির্বাচন করতে চান।
এছাড়া উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়–১, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা–৪ এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নোয়াখালী–৬ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
বিএনপি ঢাকা–৯ ও ঢাকা–১৮ ছাড়া বাকি আসনগুলোতে প্রার্থী দিয়েছে। যে দুটি আসনে প্রার্থী দেয়নি, সেগুলো এনসিপির জন্য ফাঁকা রাখা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
এনসিপির আরও অর্ধশতাধিক নেতা আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। তাঁদের মধ্যে মনিরা শারমিন (নওগাঁ–৫), সারোয়ার তুষার (নরসিংদী–২), আতিক মুজাহিদ (কুড়িগ্রাম–২), আবদুল্লাহ আল আমিন (নারায়ণগঞ্জ–৪), এস এম সাইফ মোস্তাফিজ (সিরাজগঞ্জ–৬), আশরাফ উদ্দীন (ব্রাহ্মণবাড়িয়া–২) ও জয়নাল আবেদীন (কুমিল্লা–১০) উল্লেখযোগ্য।
অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরাসরি এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত না হলেও দলীয় সিদ্ধান্তে প্রভাব রাখেন বলে জানা গেছে। এনসিপি সূত্রের দাবি, বিএনপির সঙ্গে সমঝোতা হলে আসিফ মাহমুদ ঢাকা–১০ এবং মাহফুজ আলম লক্ষ্মীপুর–১ আসন থেকে নির্বাচন করতে পারেন।
বিএনপি এই দুটি আসনে প্রার্থী ঘোষণা করেনি। তবে লক্ষ্মীপুর–১ আসনে বিএনপি–মৈত্রীজোটের শরিক বাংলাদেশ এলডিপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমকে সবুজ সংকেত দিয়েছে।
জানতে চাইলে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘জাতীয় স্বার্থে অবস্থানগত ঐক্য হলে ফ্যাসিবাদবিরোধী যেকোনো দলের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা হতে পারে। তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। প্রার্থী তালিকা তৈরি করা হচ্ছে, শিগগিরই তা প্রকাশ করা হবে।’
পূর্বের পোস্ট :