দাম কমেনি সবজির, ২৫০ গ্রাম করে কিনছেন ক্রেতারা

দাম কমেনি সবজির, ২৫০ গ্রাম করে কিনছেন ক্রেতারা

পুরো মাসজুড়ে বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী। বাধ্য হয়ে ক্রেতাদের কেনার পরিমাণ কমিয়ে ২৫০ থেকে ৫০০ গ্রামে নামাতে হচ্ছে। সবজির এমন চড়া দামে হতাশ তারা।শুক্রবার রাজধানীর পাইকারি ও খুচরা বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, প্রায় আগের দামেই বিক্রি হচ্ছে সবজি। সপ্তাহের ব্যবধানে দামে তেমন কোনো পরিবর্তন আসেনি।বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শিম—কেজিপ্রতি ২০০ টাকা। ভালো জাতের গোল বেগুনের দাম ১৫০ টাকা কেজি। টমেটো ও গাজরও বিক্রি হচ্ছে ১৫০ টাকার ওপরে।উত্তর বাড্ডা কাঁচাবাজারে কেনাকাটা করতে আসা ক্রেতা সুমনা আক্তার রুবি বলেন, “একটা গোল বেগুনই ২৫০ গ্রামের ওপরে হয়। প্রতি পিসের দাম পড়ে ৪০–৫০ টাকা। বাধ্য হয়ে দুইটির বেশি বেগুন কেনা যায় না।”আরেক ক্রেতা মনসুর আহমেদ বলেন, “শিম ২৫০ গ্রাম ৫০ টাকা। টমেটোর দামও প্রায় একই। ৫০০ টাকায় চারজনের পরিবারে দুই দিনের সবজি হয় না।”অন্যান্য সবজির মধ্যে বরবটি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০–১২০ টাকায়। ঝিঙা, ধুন্দল, চিচিঙ্গা, ঢেঁড়স ৮০–১০০ টাকা কেজি। লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস ১০০–১২০ টাকায়, চালকুমড়া ৫০–৭০ টাকায়।বিক্রেতারা জানান, আগে ...

  • ১৯ সেপ্টেম্বর ২০২৫