নাইজার রাজ্যে গেল নভেম্বর অপহৃত ১০০ স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করেছে নাইজেরিয়ার সরকার। স্থানীয় সম্প্রচার মাধ্যম চ্যানেলস টেলিভিশনের বরাতে সিএনএন এ তথ্য জানিয়েছে।

গত ২১ নভেম্বর নাইজারের পাপিরিতে সেন্ট মেরিস ক্যাথলিক আবাসিক স্কুলে বন্দুকধারীরা হামলা চালিয়ে ৩০৩ শিশু ও ১২ স্কুলকর্মীকে অপহরণ করে। খ্রিষ্টান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ার তথ্য অনুযায়ী, অপহরণের পরপরই ৫০ শিক্ষার্থী পালিয়ে আসতে সক্ষম হলেও বাকিদের অবস্থান অজ্ঞাত ছিল। নিখোঁজদের মধ্যে ছয় বছর বয়সী শিশুও ছিল।

চ্যানেলস টেলিভিশন জানায়, কীভাবে ওই একশ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য মেলেনি।

খ্রিষ্টান অ্যাসোসিয়েশন এবং নাইজার রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের মুক্তি সম্পর্কে তাদেরকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি। নাইজেরিয়ার সরকারও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

নাইজার রাজ্যের খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের প্রধানের মুখপাত্র ড্যানিয়েল আটোরি বলেন, ‘আমরা এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাইনি। আমরা আশা করি এটি সত্য, এবং বাকি শিশুদের মুক্তির অপেক্ষায় আছি।’

সিএনএন লিখেছে, চিবোক গণঅপহরণের এক দশক পর স্কুলে হামলার এই ঘটনা নাইজেরিয়ার দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা–সংক্রান্ত উদ্বেগকে নতুন করে সামনে এনেছে।

এ পরিস্থিতি এমন সময় তৈরি হলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খ্রিষ্টানদের প্রতি কথিত দুর্ব্যবহারের অভিযোগে নাইজেরিয়ার ওপর কঠোর নজরদারি বজায় রেখেছেন। রোববার সকালে মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দল আবুজায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নূহু রিবাদুর সঙ্গে দেখা করে। বৈঠকে সন্ত্রাসবিরোধী সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং যুক্তরাষ্ট্র–নাইজেরিয়া নিরাপত্তা অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে বলে রিবাদু জানান।