ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনের মোট ১৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। এর মধ্যে বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নও রয়েছে।

শনিবার সকালে জেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেওয়া হয়। যাচাই প্রক্রিয়ায় প্রার্থীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ইসরাত ফারজানা বৈধ ও বাতিল হওয়া মনোনয়নপত্রের বিষয়টি নিশ্চিত করেন।

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামির দেলওয়ার হোসেন ও ইসলামী আন্দোলনের মো. খাদিমুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

ঠাকুরগাঁও-২ আসনে মোট ৮ জন প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়ন বৈধ হয়। ইসলামী আন্দোলনের মো. রেজাউল করিম ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাহাবউদ্দিন আহমেদ কিছু সংশোধনযোগ্য ত্রুটির কারণে স্থগিত রাখা হয়েছে।

ঠাকুরগাঁও-৩ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে আটজনের মনোনয়ন বৈধ হয়। জাতীয় পার্টির হাফিজ উদ্দিনের মনোনয়ন সংশোধনযোগ্য ত্রুটির কারণে স্থগিত রাখা হয়, আর স্বাধীন প্রার্থী আশা মনিরের মনোনয়ন বাতিল করা হয়েছে।