বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বুধবার খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে আরও উপস্থিত থাকবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার, ভুটানের পররাষ্ট্র মন্ত্রী ও মালদ্বীপের রাষ্ট্রপতির প্রতিনিধি। 

এছাড়া বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারাও জানাজায় অংশ নেবেন। 

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া।