দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সহ মোট নয়জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে সাংগঠনিক কার্যক্রমে জড়িত থাকার কারণে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
বহিষ্কৃত নেতারা হলেন— বিএনপির সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন ও আবদুল খালেক, জাসাসের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা উত্তর সিটি বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাঁদের সবাইকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব স্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, বিএনপির সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ায় এই নয়জন নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিএনপি নেতারা জানান, দলের শৃঙ্খলা ও সিদ্ধান্তের প্রতি আনুগত্য বজায় রাখতেই এ ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
পূর্বের পোস্ট :