জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যোগদান করেছেন বলে ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম; আসিফ এনসিপির মুখপাত্র হিসাবে কাজ করবেন বলে জানান তিনি।
"আসিফ আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা। আজকে তিনি এনসিপিতে যোগ দিলেন। দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে আমরা তাকে দলের মুখপাত্রের দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া তিনি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন," সোমবার বাংলামোটর এনসিপির অস্থায়ী কার্যালয়ে সন্ধ্যায় ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন নাহিদ।
নাহিদ জানান, এতদিন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান দলের চিফ কোর্ডিনেটর নাসিরুদ্দীন পাটওয়ারী থাকলেও তিনি যেহতু নির্বাচনে অংশ নিচ্ছেন তাই এ দায়িত্ব আসিফকে দেয়া হচ্ছে। পুরো কমিটি আসিফের নেতৃত্বে ঢেলে সাজানো হবে।
এনসিপিতে যোগ দেয়ার তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় আসিফ বলেন, "আমি এবার নির্বাচনে অংশ নিচ্ছি না। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে আমি একা সংসদে যাওয়ার থেকে আমার সহযোদ্ধাদের সংসদে পাঠাতে পারলেই নিজের এই যাত্রাকে সার্থক মনে করবো। আর তাই এনসিপিতে যোগ দিয়েছি।"
আসিফ জানান, নির্বাচনে এনসিপির হয়ে সম্মুখ সারিতে কাজ করবেন তিনি। এছাড়া গণভোটে "হ্যাঁ" ভোট দেয়ার আহ্বান জানান আসিফ।
"আপনারা হ্যাঁ ভোট দিলে বাংলাদেশ ১০০ বছর এগিয়ে যাবে। জুলাইয়ের আকাঙ্খা পূর্ণ হবে।" বলেন আসিফ।
এর আগে ১০ ডিসেম্বর উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন আসিফ। তিনি ঢাকা-১০ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। মাঝে গণ অধিকার পরিষদে যোগ দেয়ার কথা থাকলেও শেষমেশ এনসিপিতেই যোগ দিলেন তিনি।
পূর্বের পোস্ট :