বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার রাত ১০টার দিকে দলীয় নেতাকর্মী ও গাড়িবহরসহ সাভারের জাতীয় স্মৃতিসৌধের সামনে পৌঁছান।

পরে তিনি দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধের ভেতরে প্রবেশ করেন।

তারেক রহমানের সাভার আগমনকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকেই সাভার ও জাতীয় স্মৃতিসৌধের আশপাশের এলাকায় বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দিনভর তাঁরা শান্তিপূর্ণভাবে মহাসড়কের পাশে অবস্থান করে প্রিয় নেতাকে এক নজর দেখার অপেক্ষায় ছিলেন।

জুমার নামাজের পর থেকে ঢাকা–আরিচা মহাসড়কের গাবতলী, আমিনবাজার, বলিয়ারপুর, হেমায়েতপুর, ফুলবাড়িয়া, ব্যাংক টাউন, গেন্ডা, সাভার বাজার, রেডিও কলোনি, বিশ মাইল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন বাসস্টেশন ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। একই সঙ্গে জাতীয় স্মৃতিসৌধ সংলগ্ন এলাকাতেও তাঁদের সরব উপস্থিতি দেখা যায়।

বিশেষ করে স্মৃতিসৌধের আশপাশে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী শৃঙ্খলাবদ্ধভাবে অবস্থান নেন। জাতীয় পতাকা হাতে তাঁরা সড়কের পাশে দাঁড়িয়ে থাকেন তারেক রহমানকে এক নজর দেখার আশায়। দীর্ঘ সময় অপেক্ষা করলেও নেতাকর্মীদের আচরণ ছিল সংযত ও নিয়ন্ত্রিত।

দুপুর থেকে বিপুল সংখ্যক মানুষ মহাসড়কের পাশে অবস্থান করায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। ধামরাই, কালিয়াকৈর, মির্জাপুর, টঙ্গীসহ রাজধানীতে প্রবেশের বিভিন্ন পথে প্রায় আট ঘণ্টা ধরে কমবেশি যানজট দেখা দেয়। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়।

রাত সোয়া ১০টার দিকে তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধের ভেতরে প্রবেশ করেন। এ সময় দলের বিপুলসংখ্যক নেতাকর্মী স্মৃতিসৌধের প্রধান ফটকে তাঁকে স্বাগত জানান। পরে তিনি দলীয় সিনিয়র নেতাদের নিয়ে স্মৃতিসৌধের মূল বেদীতে যান এবং কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন।

এদিন শুধু দলীয় নেতাকর্মী নয়, সাভার ও আশপাশের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে আসা সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অনেকেই পরিবার-পরিজন নিয়ে এসে তারেক রহমানকে এক নজর দেখার আগ্রহ প্রকাশ করেন।

এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়ায় তারেক রহমানের পক্ষে দলের নেতারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

স্থানীয় নেতারা জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে নেতাকর্মীদের এই উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ, যা সাভারসহ আশপাশের এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।