বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে একটি প্রতিনিধি দল শুক্রবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান জানান, নিয়ম ও প্রটোকল অনুযায়ী সূর্যাস্তের আগে শ্রদ্ধা জানানোর সময়সীমার মধ্যে তারেক রহমান নিজে সাভারে পৌঁছাতে না পারায় বিকেল ৫টা ৬ মিনিটে তার পক্ষ থেকে প্রতিনিধি দল পুষ্পস্তবক অর্পণ করে।

প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় ও ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং দলের নেতারা ড. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, তামিজউদ্দিন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আয়ুব খান, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর ও মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান।

এর আগে বিকেল ৫টার আগেই সাভারে পৌঁছে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল তারেক রহমানের। তবে পথে বিপুল জনসমাগমের কারণে নির্ধারিত সময়ে সেখানে পৌঁছানো সম্ভব হয়নি।

দুপুর ২টা ৫৪ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যে লাল-সবুজে সাজানো একটি বাসে করে গুলশানের বাসভবন থেকে রওনা হন তিনি। বিকেল ৪টা ৪৫ মিনিটে তিনি শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে পৌঁছে শ্রদ্ধা নিবেদন করেন। 

পথে ব্যাপক জনসমাগমের কারণে তার যাত্রায় এক ঘণ্টা ৫১ মিনিট সময় লাগে।

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি সাভারের উদ্দেশে রওনা দেন। 

দিনের কর্মসূচি শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার গুলশানের বাসভবনে ফিরে যাওয়ার কথা রয়েছে।