ক্যাবিনেট বিভাগ সোমবার সরকারি কর্মচারীদের উদ্দেশে একটি কঠোর নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদীয় নির্বাচন ও রেফারেন্ডামে সমস্ত সরকারি কর্মচারী তাদের দায়িত্ব নিরপেক্ষ ও আইনসম্মতভাবে পালন করবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনও সরকারি কর্মচারী নির্বাচনী কর্মকর্তার আইনসম্মত নির্দেশনার পথে বাধা সৃষ্টি করতে পারবেন না।

এই চিঠি সোমবার সকল মন্ত্রণালয় ও বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শক, কোস্টগার্ড ও আনসারের মহাপরিদর্শক, বিভাগীয় কমিশনার, জেলা কমিশনার, পুলিশ সুপার এবং সকল সরকারি অফিস ও সংস্থার প্রধানদের কাছে প্রেরণ করা হয়েছে।

ক্যাবিনেট বিভাগের নির্দেশনা অনুযায়ী, সকল মন্ত্রণালয় ও বিভাগকে তাদের নিয়ন্ত্রণাধীন অফিস, দপ্তর ও সংস্থাগুলিতে এই নির্দেশনা পুনরায় পৌঁছে দিতে হবে।

চিঠিতে বলা হয়েছে, সকল সরকারি কর্মচারী নির্বাচনী কর্মকর্তার আইনসম্মত নির্দেশনা যত তাড়াতাড়ি সম্ভব পালন করবেন। এছাড়া উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া কোনো কর্মচারীকে স্থানান্তর করা যাবে না।

চূড়ান্তভাবে নির্দেশনায় মনে করিয়ে দেওয়া হয়েছে, “ইলেকটোরাল অফিসার্স (স্পেশাল প্রোভিশনস) আইন, ১৯৯১” এখনও প্রযোজ্য, যা নির্বাচনী কর্মকর্তাদের ওপর শৃঙ্খলা বজায় রেখে স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে।