ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন।
সোমবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিন দলের সমন্বয়ে গঠিত এই নতুন জোটের ঘোষণা দেয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
‘সিটের লোভ দেখিয়ে বিভিন্ন দলের অনেককেই নানা জোটে নিয়ে যাওয়া হচ্ছে। যেসব অফার আসছে, আমরা সাদরে তা প্রত্যাখ্যান করি। আমরা ঐকবদ্ধ থাকবো। শুধু নির্বাচনি জোট নয়, এটা একইসঙ্গে রাজনৈতিক জোট। একসঙ্গেই একই মার্কায় জোটবদ্ধ নির্বাচন করবো,’ জোট ঘোষণার পর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন নাহিদ।
নাহিদ জানান, এই জোটের মাধ্যমে তারুণ্যের ইচ্ছার প্রতিফলন ঘটবে। পুরনোদের নিয়ে সংস্কার সম্ভব নয় বলেই নতুন দল নিয়ে জোট ঘোষণা করা হয়েছে।
তিন দলের আদর্শগত মিলের প্রসঙ্গে তুলে নাহিদ বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা একটা ঐক্য প্রক্রিয়ার মধ্যে ছিলাম। আমরা চেষ্টা করছি ২৪ এর গণঅভ্যুত্থানের পর যে পরিবর্তনে আকাঙ্খা দেশ ও দেশের মানুষের মধ্যে তৈরি হয়েছিল এবং যেখান থেকে নতুন বাংলাদেশ ও সংস্কারের দাবি উঠেছিল সেই আবেদন রক্ষা করতে। কিন্তু আমরা ঐকমত্য কমিশনের পুরো প্রক্রিয়া ও গত প্রায় দেড় বছরে আমরা তার সম্পূর্ণ বাস্তবায়ন করত পারিনি।’
‘যারা সংস্কারের পক্ষে, পরিবর্তনের পক্ষে, গণঅভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নের জন্য যারা কাজ করেছে সেসব রাজনৈতিক শক্তিগুলো আজকে ঐক্যবদ্ধ হয়েছি,’ বলেন নাহিদ।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন—এই তিন দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, ‘আমরা প্রাথমিকভাবে তিনটি রাজনৈতিক দল হাতে হাত মিলিয়ে এখানে দাঁড়িয়েছে। আমি একটা কথা বলব পুরোনো রাজনীতি দিয়ে কিন্তু পুরোনো ফ্যাসিবাদ দমন করা যায়নি। আপনারা দেখবেন প্রথাগত রাজনৈতিক দলগুলো যথাসাধ্য চেষ্টা করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, জেল খেটেছে। গুম, খুন-হত্যার শিকার হয়েছে, কিন্তু হাসিনার ফ্যাসিবাদ কিন্তু দমানো যায় নি।’
জোটের পক্ষ থেকে বলা হয়েছে, এটি ‘জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক সমঝোতা তৈরি করতে আগ্রহী দলগুলোর নির্বাচনী ও রাজনৈতিক ঐক্য’।
যদিও প্রাথমিকভাবে গণঅধিকার পরিষদকেও জোটে রাখার পরিকল্পনা ছিল, শেষ পর্যন্ত তারা এই জোটে অংশ নিচ্ছে না।
পূর্বের পোস্ট :