আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)।
এরই ধারাবাহিকতায় বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপি ও জামায়াতসহ ১২ দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ইসি।
জানা যায়, সকালে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি -এনসিপি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব, গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম'কে আমন্ত্রণ জানানো হয়েছে।
এরপর দুপুর ২টা থেকে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি -বিজেপি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সংলাপে অংশ নেবে।
গত দুই দিনে ২৪টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে ইসি। সংলাপে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতারা সুষ্ঠু ভোট আয়োজনে আচরণবিধি মানতে ইসির ক্ষমতা প্রয়োগের ওপর জোর দেন।
এছাড়া লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বানও জানান রাজনৈতিক দলগুলো।
পূর্বের পোস্ট :