সেপ্টেম্বর মাসে লাগাতার দরবৃদ্ধির প্রেক্ষিতে ধারণা করা হচ্ছিল, যেকোনো সময় স্বর্ণের ভরি ২ লাখ টাকার সীমানা ছাড়িয়ে যেতে পারে। এ শঙ্কা বাস্তবে রূপ নিয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহে দ্বিতীয় দফায় দর বৃদ্ধির মাধ্যমে।
সোমবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৭২৬ টাকা নির্ধারণ করেছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্য। নতুন দাম মঙ্গলবার থেকে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং নতুন করে দাম নির্ধারণ করেছে। নতুন দামে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুসের নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত থাকবে। এছাড়া গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পার্থক্য থাকতে পারে।
নতুন দামের সঙ্গে দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়াবে:
* ২২ ক্যারেট: ২ লাখ ৭২৬ টাকা
* ২১ ক্যারেট: ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা
* ১৮ ক্যারেট: ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা
* সনাতন পদ্ধতি: ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা
এর আগে ৪ অক্টোবর বাজুস ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা নির্ধারণ করেছিল, যা তখন দেশের সর্বোচ্চ ছিল। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৬১ বার সমন্বয় করা হয়েছে, যেখানে ৪৩ বার দাম বৃদ্ধি এবং ১৮ বার কমানো হয়েছে।
এদিকে আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম রেকর্ড স্পর্শ করেছে। প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের মূল্য ৩,৯০০ ডলার ছাড়িয়েছে।
পূর্বের পোস্ট :