হ্যাকারদের নিয়ন্ত্রণে গেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ। পেজটির প্রোফাইল ও কভার ছবি বদলে দিয়ে একটি হুমকিমূলক বার্তাও দিয়েছে তারা।

শুক্রবার ভোর ৫টা ৪২ মিনিটে ‘MS 470X’ পরিচয়ধারী হ্যাকার গ্রুপ পেজটি নিয়ন্ত্রণে নেয়। এরপর পেজে একটি পোস্ট দিয়ে নিজেদের উপস্থিতি জানায় তারা।

পেজের নাম পরিবর্তন না হলেও প্রোফাইল ও কভারে হ্যাকার গ্রুপটির নামযুক্ত ছবি ব্যবহার করা হয়েছে। সেখানে দেওয়া বার্তায় বলা হয়, ইসলামী ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং শিগগির তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সাইবার হামলা চালানো হবে। বার্তায় ‘Team MS 47OX’-এর নাম উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ব্যাংকের গ্রাহকসহ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত ব্যাংকের অনলাইন সেবা বিঘ্নিত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।