সরকারি হজ প্যাকেজ ঘোষণার দুই দিন পর এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাব বেসরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা করে।

বিশেষ প্যাকেজ: ৭ লাখ ৫০ হাজার টাকা, সাধারণ প্যাকেজ: ৫ লাখ ৫০ হাজার টাকা, সাশ্রয়ী প্যাকেজ: ৫ লাখ ১০ হাজার টাকা—এই তিন প্যাকেজে বেসরকারি ব্যবস্থাপনায় হজ করা যাবে বলে জানায় সংগঠনটি।

সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের সঙ্গে বেসরকারি ব্যবস্থাপনায় তারতম্য কেন—এমন প্রশ্নের জবাবে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার জানান, সরকারি ব্যবস্থাপনায় এমন অনেক সুবিধা নেই, যা বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীরা পাবেন।

সরকারি ব্যবস্থাপনায় খাবারের খরচ ধরা হয়নি। বেসরকারি এই প্যাকেজে প্রতিদিন উন্নত মানের খাবারের খরচ অন্তর্ভুক্ত। এ ছাড়া কোরবানির খরচও এই প্যাকেজের আওতাভুক্ত, বলেন ফরিদ।

হাব জানায়, প্রতি রিয়াল ৩২ টাকা ৮৫ পয়সা ধরে প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে। রিয়ালের মূল্যে বড় তারতম্য হলে পরবর্তীতে প্যাকেজের সঙ্গে সমন্বয় করা হবে।

এর আগে ২৮ সেপ্টেম্বর সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন। সরকারি ব্যবস্থাপনায় ২০২৬ সালে প্যাকেজ–১–এর মাধ্যমে হজ পালনে খরচ ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। এ ছাড়া হজ প্যাকেজ–২–এ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা ও হজ প্যাকেজ–৩–এ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা খরচ ধরা হয়েছে।

আগামী বছর হজ পালনে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে ২৭ জুলাই থেকে। চলবে ১২ অক্টোবর পর্যন্ত। সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। আগামী বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।