দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সোমবার দুপুরে বাজুসের দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজার অষ্টমী উপলক্ষে ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার ঢাকাসহ দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সংগঠনটির সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় জানান, প্রতিবছর অষ্টমীতে সব জুয়েলারি দোকান বন্ধ থাকে। এবারও একই রীতিতে এ ঘোষণা এসেছে।
বুধবার থেকে যথারীতি স্বর্ণ বেচাকেনা চলবে।