ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সোমবার সামান্য বাড়লেও, পতন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই); দাম কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের।

সারাদিনের লেনদেনে সকাল থেকে পতনের মুখে থাকলেও দিন  শেষে ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২ পয়েন্ট।

বাকি দুই সূচকের মধ্যে শরীয়া ভিত্তিক ডিএসইএস এ কোনো পরিবর্তন না আসলেও ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ১ পয়েন্ট।

ডিএসইতে সূচক সামান্য বাড়লেও দাম কমেছে বেশিরভাগ কোম্পানির। ১৭৫ কোম্পানির দরপতনের বিপরীতে দর হারিয়েছে ১৪০ কোম্পানি, অপরিবর্তিত আছে ৭৮ কোম্পানির শেয়ারের দাম।

লেনদেন কমেছে ৬০ লাখ টাকা; ৩৫২ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ৪১২ কোটি টাকা।

ব্লক মার্কেটে ২০ কোম্পানির ১৩ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে; ফাইন ফুডস লিমিটেড সর্বোচ্চ ৪ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।

৭ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং ১০ শতাংশ দাম কমে তলানিতে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।

টানা দুই দিন পতন হয়েছে সিএসইতে; সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২০ শতাংশ।

দাম কমেছে অধিকাংশ কোম্পানির; ৮৩ কোম্পানির দরপতনের বিপরীতে দর কমেছে ৪৩ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ১৯ কোম্পানির শেয়ারের দাম।

লেনদেন বেড়েছে সিএসইতে; ৭ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ৪ কোটি টাকা।

১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে এস. আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড এবং ১০ শতাংশ দর হারিয়ে তলানিতে ফিএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।