সূচকের বড় পতনে সোমবারের লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই); দাম কমেছে অধিকাংশ কোম্পানির, কমেছে লেনদেন।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৮ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস কমেছে ১১ পয়েন্ট ও ভালো কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস-৩০ কমেছে ১৮ পয়েন্ট।
দাম কমেছে অধিকাংশ কোম্পানির; ৩১৩ কোম্পানির দর পতনের বিপরীতে দাম বেড়েছে মাত্র ৩৮ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৪১ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইতে ৪১২ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৪২৯ কোটি টাকা।
সাড়ে ৯ শতাংশের বেশি দাম বেড়ে ডিএসইতে শীর্ষে শাইনপুকুর সিরামিকস পিএলসি এবং প্রায় ১১ শতাংশ দাম হারিয়ে তলানিতে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
বড় পতন হয়েছে সিএসইতে; সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১১৬ পয়েন্ট।
দরপতন হয়েছে অধিকাংশ কোম্পানির; ৯২ কোম্পানির শেয়ারের দাম কমার বিপরীতে দর বেড়েছে ৪১ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ২১ কোম্পানির শেয়ারের দাম।
একদিনের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে তিনগুণ; ৪ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা রবিবার ছিল ১২ কোটি টাকা।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড এবং ১০ শতাংশ দর হারিয়ে তলানিতে ইয়াকিন পলিমার লিমিটেড।
পূর্বের পোস্ট :